চাইলেই ঝরাতে পারি এক পশলা বৃষ্টি ,
চাইলেই দেখাতে পারি জীবনানন্দের সৃষ্টি
চাইলেই গড়তে পারি অবাধ্য কৃষ্টি
চাইলেই দিতে পারি লোভাতুর দৃষ্টি ।
চেয়ে দেখো ছোটো কথা
গিটার বা ভেলপুরি
অথবা মাথার ক্লিপ
কিংবা বালুচুরি
দিয়ে দেব মুচকি হাসি
একটু মনে ব্যথা ।
না চাইলে যেটা পাবে
জানি, তাই দিতে হবে
যদি বল তুমিও দেবে
সাথে থেকো, ভোর হবে ।