ধরুন, আপনি কোনো বাড়িতে গিয়ে
দরজায় কড়া নাড়লেন আর
ওপার থেকে প্রশ্ন ভেসে আসল -
'কে?'
আপনি বলবেন, 'আমি'।
কিন্তু কে আপনি ?
আপনার গলার স্বর হয়ত
আপনার প্রদত্ত পরিচয় বহন করে ।
কিন্তু আপনার 'আমি' কি আপনার
পরম সত্তার পরিচয় বহন করে ?
যদি করে তাহলে,
আপনি কারো পিতা, মাতা, ভাই, বোন, বন্ধু
লেখক, কবি, শিক্ষিত, অশিক্ষিত
কিছুই হতে পারেন না ।
কারন আপনার পরম সত্তা পরনির্ভরশীল না ।
আর যদি না করে
তাহলে, আপনার কোনো পরিচয় আপনার নয় ।
হয়ত আপনি মানবেন অথবা মানবেন না-
কিন্তু কোন পরিচয়ে আপনার 'মানা' বা 'না মানা'
বৈধতা পাবে? আর কার কাছে?
ভাবছেন, আমি কে?
যে কোনো পরিচয়ে আপনার 'আমি'র কোনো সত্তা -
আমি ।