জল ঝরে
-শ্রীলেখা দত্ত
গুম্ গুম্ গুম্ মেঘ গর্জায়
হাপুস নয়নে বৃষ্টি।
সারাদিন ঝরে অঝোর ধারায়
একি এ অনাসৃষ্টি!
আম কুড়োবার ধুম ছিল কাল
আজ তো সবই ক্ষান্ত।
জল ঝরে জল ঝরে দেখো
অবিরাম অবিশ্রান্ত।
জলছবি সব জল থৈ থৈ
পথ ঘাট মাঠ প্রান্তর।
বানভাসি মন উড়ছে উদাস
মেঘের ডানায় করে ভর।