বোধ হয়
শ্রীলেখা দত্ত
কি এক অব্যক্ত বেদনা যেন মনে,
কি এক অজানা ব্যথা হৃদয়কে কুরে কুরে খায়।
মনে হয় পৃথিবীতে কি যেন কি নেই,
মানুষের মনগুলি যেন আর আগেকার মানুষের মতো ঠিক নয়,
যান্ত্রিকতার ঘোরে যেন সবাই কাটায় সময়,
অদ্ভুত উন্মাদনা যেন হৃদয়গুলিতে ছেয়ে রয়,
কি এক নৃশংস অপচয়
মনুষ্যত্বকে শত শত আলোকবর্ষ দূরে নিয়ে যায়।
বোধ হয় এই বুঝি ধ্বংসের ইঙ্গিতবাহী উদ্ভ্রান্ত সময়।
ধ্বংস কি অনিবার্য তবে?হবে কি সকল চেতনার লয়?
তবুও আশায় থাকি,তবুও তোমার জন্য জেগে থাকে আমার হৃদয়।