বার্তা
-শ্রীলেখা দত্ত
হায় রে নিষ্ঠুর সময়
এ কোন্ পৃথিবী দেখালে আমায়!
এখানে মাটিতে এতো রক্তের দাগ,
মনে হয় যেন শয়তান খেলেছে এখানে ফাগ।
বসুধৈব কুটুম্বকম যে দেশের আদি মন্ত্র,
ক্ষমতান্ধ কায়েমি স্বার্থ করছে সেখানে ষড়যন্ত্র।
এখানে দেখেছি মানবতার অবিরত ক্ষয়,
এ মাটি তো আমার স্বদেশ নয়।
যে বাতাসে শঙ্খ-ধ্বনি আজানের সুর মিলেমিশে একাকার,
শপথ করো বন্ধু সেই দেশই হবে তোমার এবং আমার।
বার্তা দিলাম মানুষ তুমি সুন্দর হয়ে বাঁচো।
মান আর হুঁশ,বিবেক,চেতনা সকলি জাগিয়ে রাখো।
অমৃতের পুত্র তুমি,অ-মৃত নও জেনো,
মায়ার জগতে মায়ার খেলায় ভুল কোরো নাকো কোনো।
একদিন জেনো ডাক পড়বেই সত্যের দরবারে,
আশা রাখি মনে দাঁড়াবে সেদিন চির উন্নত শিরে।
ধর্মস্থানে সব ধর্ম কি হয় আজ?
সেখানে তো ঘাঁটি গেড়ে মতলবী চালবাজ।
মন্দির,মসজিদ,গির্জায় কিবা কাজ?
মনের মন্দির তুমি ধোয়া মোছা করো আজ।