এখনোতো
                                              শ্রীলেখা দত্ত
যখন এক জীবন ভুলের মধ্যে দাঁড়িয়ে ভাবি
কোন দিকে যাব?
তখন হঠাৎ দেখি নবীন কিশোর তুমি
আগুপিছু না ভেবেই জলে ঝাঁপ দিয়ে
জীবনকে টেনে তোলো ডাঙায়
শাবাশ তোমায়!

তারপর ভেবে দেখি
স্বার্থ-গৃধ্নুর দলে এখনো তো কিছু মানুষ
থেকে গেছে মানুষ হিসাবে
আমাদের বেঁচে-বর্তে থাকার এটাই ভরসা
এখনো আপৎকালে বিপত্তারণ হয় কেউ কেউ  -----এই আশা
এখনো তো কেউ কেউ কিছু ভালো কথা বলে
দীর্ঘ দাহন শেষে নীলাকাশে মেঘ আসে
বৃষ্টি ঝরাবে বলে
এখনো তো কত নদী মৃতপ্রায় হয়ে তবু
বুকে তার কত কাহন ধান ফলায়
এখনো তো কত পাখি দিক্-ভ্রান্ত হয়ে তবু
দিন শেষে ফিরে আসে আপন কুলায়
এইসব দেখে শুনে অবিন্যস্ত জীবন
আবার তরঙ্গ তোলে যাপনের আকাঙ্ক্ষায়।