আগমনী
শ্রীলেখা দত্ত
বৃষ্টি ধোয়া সবুজ পাতায় নরম আলো,
ভোরের ঠান্ডা বাতাসটা আজ লাগছে ভালো।
ঘাসের উপর অবিরাম ঝরা শিউলি গুলো,
জানান দিচ্ছে মা এলো ঐ মা যে এলো।
আকাশে বেদনাবিহীন মেঘের সারি,
খুশিতে দূর দূরান্তে দিচ্ছে পাড়ি।
ওদের আজ সকল কাজে পড়েছে দাড়ি,
মেতেছে ছুটির খেলায় তুলে সব পাততাড়ি।
কাশের বনে লাগছে দোলা খুশির হাওয়ায়,
দীঘি জলে উঠছে ঝিলিক সোনা রং রোদের ছোঁয়ায়,
ভোমরা খোঁজে পদ্ম কলি ফুটলো কোথায়,
কি সুখে হংসমিথুন জলের বুকে ভেসে বেড়ায়।
আমারও মনটা যে হায় নীলিমায় উধাও হলো,
সানাইয়ের সুরে যে ঐ দিক্ দিগন্ত ভরে গেল।
ঢাকেরই বোলে যে ঐ আকাশ বাতাস মুখর হলো,
সকলেই জানান দিচ্ছে মা এলো ঐ মা যে এলো।