বৃষ্টি ঝরা মেঘলা বেলা
জল পাতা করছে খেলা ।
ভেজা মাটির গন্ধে ভরা
হিমেল হাওয়া উদাস করা ।
ছপাৎ ছপাৎ পড়ছে জলে
গ্যাঙর গ্যাঙর কোলাহলে ।
ভেজা পাখী গাছের ডালে
জল থৈ থৈ বিলে খালে ।
পূজো হচ্ছে শিব-তলায়
ঢং ঢং ঘণ্টা বাজায় ।
ওই তো আলি! কিছু দূরে
মাছ ধরছে ঘুরে ঘুরে।
হারান জ্যাঠা ছাতা মাথায়
জল ডিঙিয়ে যাচ্ছে কোথায়?
পুকুর-ঘাট বেজায় ফাঁকা
বিনুদের হাঁস, ঘুরছে একা।
বইয়ের পাতায় বসছে না মন
জল ঘাঁটতে যাব কখন!
খাতা ছিঁড়ে নৌকা বানাই
ভাসাব যখন দেখবে সবাই।
বিমল স্যার কি ভুলে যাবে?
আজকে আসার দিনটা, তবে
রাখব তুলে লেখা-পড়া
খুশি যে আজ বাঁধন হারা।
***