হিসাব-
৩৬৫ দিন পর আরও একটা বয়স পাই
৩০ দিন পরেও অফিসে, মাইনের দেখা নাই,
৭ দিনের মাথায় প্রত্যাশার একটা ছুটি
বাড়িতে পেলে পাওনাদার, ধরবে চেপে টুটি।
প্রেক্ষিত-
শুনেছি- জন্মে ছিলাম মহা সুখে
ওই ‘সোনার চামচ’, নিয়ে মুখে,
কপাল টপাল আমার জন্য মিছে
‘সোনার চামচ’! সে কবেই গেছে ঘুচে।
অনুধাবন-
কৈশোর যৌবন পেরিয়ে এখন গৃহস্থ
মানিয়ে নেওয়া একরকম করেছি অভ্যস্ত
সংসার! কারণ সমাজবদ্ধ দুটি কায়া
বিবর্তন! ফল রোবোটিকস্ ছায়া।
***