আসবে তুমি! সকাল থেকে
বসে আছি একা,
শুরু করলাম মনের পটে
তোমার ছবি আঁকা ।
জ্যোৎস্না ভেজা শুভ্র শাড়ি
খোঁপায় দিলাম গোলাপ
কত কথা আছে জমে
করব বসে আলাপ ।
ভ্রমর কালো টানা চোখে
পরিয়ে দিলাম কাজল
হাওয়ার তোরে উড়িয়ে দিলাম
আবেগ ভরা আঁচল ।
ঠোঁটের কোনে দুষ্টু হাসি
মিষ্টি গালে টোল
রঙ বাহারি পুষ্প দোলায়
খাচ্ছ বসে দোল ।
সময় যে পেরিয়ে যায়
সইছে নারে তর,
সুখে-দুখে থাকবো পাশে
সারা জীবন ভর ।
সন্ধ্যা কালে বাজল বেল
মনটা উঠল নড়ে,
হাসি মুখে দাঁড়িয়ে...একি!
অন্যের হাত ধরে!
এক লহমায় ছিঁড়ে গেল
স্বপ্ন গাঁথা মালা
ঝাপসা হল চারি দিক
থামল খুশির পালা ।
একটু হাসি একটু কথা
সময় নেই বেশী,
“আসছি” বলে চলে গেলে
নিয়ে আমার খুশি ।
বিয়ে করে সুখেই আছ
যেমন সবাই রয়,
তোমায় ঘিরেই জীবন আমার
এক অলীক কাব্যময় ।
***