সেদিন অনেক দেরিতে অফিস থেকে বাড়ি ফিরছিলাম, রাস্তা প্রায় জনশূন্য ; পরিত্যক্ত গুদামটার পাশ দিয়ে যাওয়ার সময় ভিতর থেকে একটা গোঙানি কানে এলো ! দেখলাম একটা স্কুল ছাত্রীকে মুখ চেপে মাটিতে ফেলে কয়েকজন তাদের বিকৃত লালসা মেটাতে চাইছে ! বাধা দিতে গিয়ে থমকে গেলাম !তাদের একজনের কাছে মস্ত একটা ছুরি ! থানায় ফোন করব?না না আবার কোন ঝামেলায় জড়িয়ে পরবো;
সেখান থেকে চলে যাচ্ছিলাম হঠাত পিঠে একটা হাতের স্পর্শ ! ঘুরে দেখি খুব চেনা একজন দাঁড়িয়ে!
সে বলল – “নিজের মেয়েটাকে বাঁচাতে পারলে না!” চমকে মেয়েটার দিকে তাকাই... হ্যাঁ তাইতো এযে আমারই মেয়ে...! সাহায্যের জন্য সেই ব্যক্তিকে ডাকতে গিয়ে দেখি সে চলে যাচ্ছে, বললাম –“কেমন মানুষ তুমি?
একজনের চরম বিপদ দেখেও চলে যাচ্ছ !” সে বলল- আমি মানুষ নই আমি ‘বিবেক’!
ধড়ফড় করে বিছানায় উঠে বসলাম! পাশে মেয়েটা তার মাকে জড়িয়ে নিশ্চিন্তে ঘুমচ্ছে ।
পাঁচ বছর আগে সেই মেয়েটাকে কি আমি বাঁচাতে পারতাম ? মাঝরাতে রোজ উত্তর খুঁজি!