জোনাকির ঝিকমিক ওই ঝিঁঝিঁ ডাক
আবদার করি, নেমে আয় কাছে থাক।
নিশি রাত চারিধার রূপের বাহার
করছি বায়না ও’রে তোকে দেখবার।
মেঘের চাদর নিয়ে যত দিস মুড়ি
দেখছি নয়ন মেলে তব লুকোচুরি।
কত রাত এই ভাবে! কেটে গেছে একা
জানি শেষ হবে তোর সব অহমিকা!
সেল ফোন বেজে ওঠে হুঁশ ফিরে পাই
কঠিন বাস্তবে আজ! কিছু ঠিক নাই।
অদিতির ফোন ছিল, জানাল আমায়,
কাল একবার যেতে, লোকাল থানায়
সেখানেই ফয়সালা খোরপোশ দাবি
শুধু বলি “সব ভুলে ঘরে ফিরে যাবি”?
***