তুমি আমার
................
রাশেদ শ্রাবণ
..................
তুমি আমার শরৎ বিকেল
শুভ্র মেঘের দল
তুমি আমার পোড়া বুকে
একটু শীতল জল।
তুমি আমার রুপালি রোদ
নাকের ডগায় ঘাম
তুমি আমার প্রেমের চিঠির
একটি রঙিন খাম।
তুমি আমার স্বপ্নের রানী
গালের কালো তিল
তুমি আমার হৃদয় মাঝে
মারো প্রেমের ঢিল।
তুমি আমার আঁধার রাতে
চাঁদের মত বউ
তুমি আমার মন মানসি
ইচ্ছে নদীর ঢেউ।
তুমি আমার জোছনা রাতে
ভালোবাসার গান
তুমি আমার দুরে থাকা
মনের গহীন টান।
তুমি আমার হঠাৎ দেখা
একটু অভিমান
তুমি আমার হৃদয় বীণায়
সপ্তসুরের গান।
তুমি আমার স্বপ্ন কন্যা
সাপুড়িয়ার বীণ
তুমি আমার বিষের বাঁশি
বাজে নিশি দিন।
তুমি আমার শীতের সকাল
শিশির ভেজা রুপ
তুমি আমার প্রেমের নদী
চাইলেই দেবো ডুব।
.......................
স্বরবৃত্ত ছন্দে - ৪+৪+৪+১