নষ্ট প্রিয়ার আঁখি
-- রাশেদ শ্রাবণ
--------
চতুর্দশী চাঁদের আলোয় লিখি প্রেমের ছড়া
চায়ের কাপে চুমুক দিলাম লিকার ছিল কড়া।
লিকারটা ঠিক কড়া তো নয় কড়া প্রিয়ার কথা,
কড়া কথায় প্রেম জমে না বাড়ে শুধু ব্যাথা।
ব্যাথার চোটে পুর্নিমা চাঁদ বাঁকা ঠোঁটে হাসে
সেই হাসিটা আমার চোখে স্মৃতি হয়ে ভাসে।
স্মৃতি নিয়ে বেঁচে থাকার আছে বেজায় কষ্ট
প্রিয়ার জন্য জীবন টা মোর হলো আজি নষ্ট।
নষ্ট জীবন নষ্ট সব-ই নষ্ট প্রিয়ার আঁখি,
পুর্ণিমা চাঁদ ঢাকলো মেঘে ঝড় এলো বৈশাখি।
-----------