নতুন জীবন
--------
রাশেদ শ্রাবণ
-----------
আজকে থেকে শুরু হলো
প্রিয়ার নতুন জীবন
সেই জীবনে ভরে উঠুক
সুখের অনুরণন।

দুঃখ ঢেকে সুখ পাখিটা
স্বাধীন ভাবে উড়ুক
গানের সুরে সুর মিলিয়ে
গহীন হৃদয় ভরুক।
---------