মনে পড়ে
........
রাশেদ শ্রাবণ
........
মনে পড়ে আজও তাহার
বাঁকা ঠোঁটের হাসি
সেই হাসিতে মন দিয়েছি
তাকেই ভালোবাসি।
ভালোবাসা ভালো তো নয়
জেনে গেছি আমি
তাহার কাছে ভালোবাসা
নিছকই পাগলামি।
সেই থেকে মোর অনুভূতি
হয়ে গেছে ভোতা
ভালোবেসে ধরলাম শেষে
সিগারেটের মোথা।
আগুন জ্বেলে মনের ভেতর
দুঃখ পুষে রাখি
সে যে আমার ভালোবাসা
সোনার ময়না পাখি।
.............