কে তুমি?
-- রাশেদ শ্রাবণ
-------
কে তুমি? ঘুমের মাঝে
স্বপ্ন হয়ে আসো;
নিশি রাতে জেগে দেখি
বাঁকা ঠোঁটে হাসো।

হাসি তো নয় মুক্তা ঝরে
জাগায় শিহরণ;
আমার মনের মানসী তুমি
আমার আষাঢ় শ্রাবণ।

কে তুমি? জোছনা রাতে
পরীর মত নাচো;
ওলীক হয়ে থেক না আর
ভালবেসে বাঁচো।
-----