ইসলামের কবি
-------
রাশেদ শ্রাবণ
----
তোমায় নিয়ে লিখতে বসে
একটুখানি ভাবি
তুমি হলে প্রিয় রাসুল
ইসলামের- ই কবি।
তোমার আলোয় জীবন সবার
হবে আলোকিত
জান্নাত লাভের আশায় থাকি
সদাই পুলকিত।
ওগো আল্লাহ দয়া কর
আলোর পথটি দেখাও
তোমার প্রিয় বন্ধুর মতো
আমায় কিছু শেখাও।
শিক্ষা নিয়ে করবো আমল
গড়বো সুখের জীবন
রাসুল গুণে হৃদ্ধ হবো
শুনবো হজের ভাষণ।
রাসুল তুমি ভাষণ দিয়ে
দিলে পথের দিশা
জান্নাত যাবো সুখি হবো
কাটবে অমানিশা।
-----