বাংলা ভাষা
---------
রাশেদ শ্রাবণ
----------
বাংলা ভাষার জন্ম তারিখ
জানতে যদি চাও
ছয়টি দশক ফিরে তোমরা
বাহান্নতে যাও।

বাহান্নতে ফিরে গিয়ে
বই পুস্তক খুঁজে
আন্দোলনের মর্ম কথা
নাও তোমরা বুঝে।

বুঝবে সেদিন ভাষার জন্য
কত শহীদ হন
রাষ্ট্র ভাষা বাংলা করতে
যুদ্ধ মরণপণ।

রফিক শফিক বরকত জব্বার
আরো কত নাম
জীবন দানের মধ্য দিয়ে
রাখলো ভাষার মান।

ফেব্রুয়ারির একুশ তারিখ
জন্ম বাংলা ভাষার
বাংলা ভাষা মায়ের ভাষা
ভাষা মোদের সবার।

এই না ভাষা মধুর ভাষা
মায়ের মত সুখ
বলতে গিয়ে মজা লাগে
গর্বে ভরে বুক।
-------------