তোমার তরে উন্নত শীরে,
ধরেছিরাম তরীর হাল ।
জীবন সাগরে তোমার তরে ,
ছেরেছিলাম তরীর পাল ।
সুনামী আর ঝড় ঝন্ঞার স্রোতে,
পৌছাতে হবে জীবন সাগরের পোতে ।
মাঝ সাগরে এসে তুমি ছাড়লে মোর হাত।
অন্যর তরীতে দেখলে তুমি পূর্ণিমারই চাঁদ ।
সৌন্দয্যের দাহে তুমি ছুটলে অন্যের পিছু ,
সব হারিয়ে পেয়েছিনু তোমায়,
আমার চলার পথে ।
সেই তুমি ও চলে গেলে ,
এখন রইলো না আমার কিছু ।
আমি ভয়ে জড়োসড়ো ,
আমার তরী কাপছে থড়ো থড়ো ।
আমিও কাপছি ডরে ,
আমার তরী বিলীন হবে একটি মাত্র ঝড়ে ।