তুমি নারী,
তোমার মন বুজিতে না পারি।
কখনও তুমি মমতাময়ী,
কখনও করো ছলচাতুরী।
তুমি দেবী,
চাও অর্ঘ্য করুক দান,
আবার কালী হয়ে করো তাজা রক্ত পান।
তোমার তরে পালয়ান করে তাজা জীবন দান,
একজনে তুমি তুষ্ঠ না হয়ে ,বলো আরো আন।
তুমি নারী
তোমার মন বুজিতে না পারি।
কি মায়া করে মুগ্ধ করো,
জাদু করো কার ছলে ?
বুজিনা তোমার রক্ত পিপাসা,
অট্ট হাসির আড়ালে।
স্বার্থের তরে তুমি,
মন ভাঙ্গতে হওনা পিছু।
তোমার মায়ায় কত যে যুবক,
ধ্বংস করে সবকিছু।
তুমি নারী
তোমার মায়ার জাল বুজিতে না পারি।
স্বার্থের তরে তুমি হয়ে যাও গিরগিটি,
রং বদলাও ক্ষনে ক্ষনে,করে দাও সব মাটি।
তুমি নারী ,
ছলনাময়িতার শীর্ষে,
তুমি বলিয়ান কালনাগিনীর বিষে।