পদ্মার চড়ে কাশবনে
পবনের ঢোলা শনশনে,
স্বপ্ন বুনি একটি শান্তনীড়
হঠাৎ বন্যা ভাসাবে আদেশে গঙ্গাদেবীর।
বন্যার পরে জাগবে আবার
মনের গড়া স্বপ্ননীড়।
একদিন স্বপ্ননীড় হবে বিলীন,
হবে তোমার আমার স্মৃতিগুলো মলিন।
তবুও মনে জাগে আশা,
স্মৃতি হয়ে রবে শুধু ভালোবাসা।
দুঃখের পরই সুখের ভীড়,
তাই স্বপ্ন দেখি গড়ার স্বপ্ননীড়।