আমার প্রিয়া নন্দিনী
হবে কি আমার সঙ্গিনী?
সময়ের ব্যবধানে সব পাওয়াই হয় মধুর
হোকনা না বসন্তের সরসা সমীর
বা শরতের স্নিগ্ধ ঘাসের বুকে শিশির।
কে আছে সুন্দর এ ধরায়
যে বলিবে, ভালোবাসিনা চাদ তোমায়
কিংবা ফুল ফেলে দিবে হেলায়।
চাদ বাইরে ধরা ছোয়ার
তাইতো ভালোবাসা পাই সবার।
ফুল পুষ্পিত হয় ক্ষনিকের লাগি
এতেই তাকে এতো ভালো লাগালাগি ।
বলব না তুমি চাদ কিংবা ফুল
সেটা হবে তব মোর মহা ভুল ।
তুমি চাদের ন্যায় অনাগালে নয়
কিংবা ফুলের মত ক্ষনস্হায়ী ও নয় ।
তাইতো তোমায় ভালো বাসি
মোর জীবনের চেয়েও বেশি।
ও প্রিয়া নন্দিনী
হবে কি আমার সঙ্গিনী ?
তোমায় বাসব ভালো যতোদিন
থাকবে দেহে প্রান ।
আমার হৃদয় জুরে তুমি
থাকবে হয়ে অম্লান ।