জানতে চেয়েছিলাম,রক্তের রং কি?
সে বলেছিলো লাল।
জানতে চাইলাম,তোমার খাদ্য কি?
বলেছিলো চাল।
একই চলন,একই বলন
তবে ভিন্ন শুধু জাতে।
জন্ম মৃত্যু একই,
কিন্তু বিভেদ বসবাসে।
গরিষ্ঠ যে সেই শাসক,
ধর্মের জোর তারই।
রক্ত নিয়ে লঘিষ্ঠের,
করছে পাল্লা ভারী।
পাবে বেহেস্ত,যাবে স্বর্গে।
ডেকে শুধাই আমি তাকে।
তোমার খোদা কি পূর্ণ্ তৃপ্ত?
রক্তের খেলা দেখে??