অফিস থেকে বের হলেই
চোঁখের সামনে কালী মঁন্দিরটা পড়ে,
আজ কেন জানি ভীষণ ইচ্ছে হলো
একবার উকি দেই!

দিলাম,
অজান্তেই কখন যে মঁন্দিরের গোড়ায় পৌছে গেছি
খেয়াল'ই করিনি!

বুঝতে পারলাম তখন,
যখন দেবীর পায়ের কাছে জ্বলতে থাকা
মাটির প্রদীপটা চোঁখে পড়ল।

জ্বলছে সামান্য অালো নিয়ে
কিসের তৈল যেন ওকে জ্বলার যোগান দিয়ে যাচ্ছে,
কিন্তু;
প্রদীপের অাঁলোটা এত অল্প কেন?

চোঁখ রাখলাম
দেখলাম প্রদীপের গোড়ায় তৈলটা শুকিয়ে অাসছে,
খুব বেশী সময় হয়তো জ্বলবে না অার
ক্ষানিক বাদেই নিভে যাবে!

বেড়িয়ে এলাম, হাটছি অার ভাবছি
ওই প্রদীপটা কি জানে,
তার নিভে যাবার সময় হয়েছে?
যদি জানে,
তাহলে তার কতটা কষ্ট হচ্ছে?
কতটা যন্ত্রণা নিয়ে জ্বলছে এখন?
কতটা যাতনায় ফুরিয়ে অাসছে সময়?

অামার যে বড্ড জানতে ইচ্ছে করছে এখন
বড্ড ভীষণ.................!!

(অসমাপ্ত)