আমার সর্ব জনমের চাওয়া সুখটুকু
তুই দিয়েছিস আমায়,
চাওয়া অনন্তকালের স্বপ্নটুকু
পেয়েছি আমি তোর ছায়ায়।

দিয়েছিস তুই অনেক কিছুই
যা আমি কোনদিন পাইনি,
ঢেলেছিস তুই অনেক স্মৃতি
যা আমার কখনোই জমেনি।

কিন্তু;
আমি যে তোকে কিছুই দিতে পারিনি সোনা,
না পেরেছি দিতে সুখ, না দিয়েছি সান্তনা
যা কিছুই দিয়েছি আমি;
তার সবটাই তৃষ্ণার যন্ত্রণা।

তোর কাছে যে বড্ড ঋণী হয়ে গেছি সোনা
তোর ঋণে এই জীবন পড়েছে বাঁধা,
পারব কি কখনও কোনদিন
শোধ করতে তোর সকল ঋণ!

মনে'তো হয়না
কখনও কোনদিন না,
কি করে সম্ভব?
তোর ভালবাসা যতটা ভারী
সেই ভার বইতে বইতেই'তো জীবন পাড়
ঋণ শোধ করব কখন!

করব না শোধ, করতে চাই'ও না
পরকালে যদি তোকে না পাই,
এই ঋণের দাবী নিয়েই'তো আসবি আমার কাছে
এই ছলেই তোকে আবার কাছে পাওয়া হবে।