তোমার সুখে নিজেকে সুখী ভাবার নাম
যদি ভালোবাসা হয় তাহলে ,
আমি তোমাকে ভালোবাসি ।

তোমার চোখে জল দেখে আমার কষ্ট হয়
যদি তার নাম ভালোবাসা হয় তাহলে,
আমি তোমাকে ভালোবাসি ।

তোমার সাথে কথা বলতে না পারার বেদনা
যদি ভালোবাসা হয় তাহলে,
আমি তোমাকে ভালোবাসি ।

তোমার জন্য বুকের মাঝে শূন্যতা অনুভব করা
যদি ভালোবাসা হয় তাহলে,
আমি তোমাকে ভালোবাসি ।

তোমার সাথে হাতে হাত রেখে চলার ইচ্ছা
যদি ভালোবাসা হয় তাহলে,
আমি তোমাকে ভালোবাসি ।

তোমায় নিয়ে স্বপ্ন দেখার নাম
যদি ভালোবাসা হয় তাহলে,
আমি তোমাকে ভালোবাসি ।