মুক্ত করে দিলাম পাখি
উড়ে যা তুই বনে,
ফিরে আসিস কোন একদিন
যদি পরে আমায় মনে।

আদর করে রেখেছিলাম
বুকের মাঝে তোরে,
কারে ভালোবেসে তুই
আমায় গেলি ছেড়ে।

তোর বিরহে পাগল আমি
কাঁদে আমার মন,
তোর অপেক্ষায় থাকব আমি
পাখি সারাজীবন।