যে তুমি ভালোবাসা বোঝ না ,
সেই তুমি ভালোবাসা খুঁজো না ।

যে তোমাকে ভালোবাসে
তাকে করো অবহেলা ,
নকল মানুষ নিয়ে তুমি
ভাবছ তুমি সারা বেলা ।

যে মানুষ টাকে ভুলে আজ
ভাবছ তুমি অন্য কারো,
তাকে নিয়ে সুখের স্বপ্ন
কষ্ট তুমি পাবে আর ও।

যে মানুষ মন বোঝে না
তার সাথে করো লেনাদেনা,
আসল সোনা রেখে তুমি
খোঁজ শুধু নকল সোনা।

যাকে ভালোবাসো তুমি
সে যে শুধু মরিচিকা,
সারা জীবন খুঁজেও তুমি
কোন দিন ও পাবে না দেখা।