নিশ্বাস তুলি,বিশ্বাস করি
অদম্য শ্রদ্ধে ভরি,
তোমারি স্নেহে ভাসি।
মমতার কাড়ি-কাড়ি
অজস্র তিলকে নদী।
রিমঝিম জোনাকির আলোতে
অষ্টপ্রহর অর্ধ ছবি
সুখের বাঁধন খুলিয়া আমি
ভাসাই কাগজের তরী।
বিনম্র শ্রদ্ধা ভরি
হে মধু মাখা রাতি।
নিস্তব্ধ কুঠুরে,দূরে ধ্রুব তারা
পাশে আছে মায়াবতি
যেন পূর্বে বাঁধনে-বাধা
অতীতের চিত্র তুলি।
ফুঁপাতে ফুঁপাতে কাঁদিয়া
জীর্ণ কন্ঠে স্বরি,
তোমারি পরশে
থাকিব লুটাইয়া
আমি অবলা নারী।
দীপ্ত কন্ঠে উঠিয়া
স্নেহ,ভক্তি হৃদয়ে মাখিয়া
ছিন্ন মুখের দেখিয়া হাসি !
প্রাণ খুলিয়া,
আনন্দে ভরিয়া,
ওগো,সত্যি যেন,তোমায় ভালবাসি।