এক্ষুনি নামবে বুঝি
গগন জুড়ে ঈশান কোণে,
থৈ থৈ মেঘের বেলা।
ওরে আমার ময়না পাখি
আয়রে ঘরে চুপটি করি খেলা।
বাতায়নে খুলে আছি
রাখালিরা,গোধুলিরে আনে গোয়ালে।
এখন-ই সাঁঝ হবে
বেলাটুকু পোহালে।
চারদিকে গাছের ডাল
ভেঙ্গে বুঝি পড়ছে।
মেঘমন্দ্র আওয়াজ শুনে
ভয়ে শুধু কাপঁছে।
আধাঁর করে সন্ধ্যা নামছে
বেলা বুঝি যায় রে-।
ময়না পাখিকে বলছি আমি
আহার করবিনা রে-?
গৃহের কোণে কুনো-ব্যাঙ
তাল মিলিয়ে ডাকছে।
উদাস হয়ে কিছু আবার
হাওয়া ই হাওয়া ই নাচছে।
ঘোর-ঘোরে অন্ধকারে
নেইকো ধ্রুবতারা।
কি করে নামি বল
ময়না পাখি ঘুমে দিশেহারা।
হু হু বাতাশ বইছে
আধো আধো বৃষ্টির পোটা।
পানিতে ভরপুর করছে
পুকুর ও ছোট্ট ছোট্ট ডোবা।