সকালে উঠিয়া দেখি
                        মেঘলা আকাশ।
চারদিকে হিমেল হাওয়া
                    বইছে মৃদু বাতাস।


মেঘাচ্ছন্ন আকাশে
                        হরেক রকম দৃশ্য।
ফুলের সুবাসে মাথা দোল খায়
                      বড় আকারের বৃক্ষ।


মনে চায় বসে থাকি নিরবে
                      কদম তলার নিচে।
মধুর সুরে বাজাই বাঁশি
                        মাঝামাঝি দিনে।


এক ঝাঁক পাখি
              আকাশে মেলে ডানা।
কিছু আবার দেখা যায়
                      চোখ টানা-টানা।


কিছু সময় শিশিরের কণা
                       ঝরে পরে জলে।
কিছু সময় গায়ে পরে
                      বেঁয়ে কদম তলে।


কি অপরূপ সৃষ্টি
                      স্রষ্টা তুমি দিলে।
এই শুকুর কাম্য করি
                 ক্ষুদ্র ক্ষনিকের তীরে।