বর্গি এল কর নিতে
                 পুড়ল মানুষ কত,
চারদিকে মারলো গোলা
                       দগ্ধ হল শত।


পুড়ল মানুষ,পুড়ল ঘর
                  হয়েছে যাযাবর।
গোলাবর্ষন করলো তারা
                  সারাটি দিনভর।


গ্রাম গঞ্জে,বাজার হাটে
               সৈন্যরা দেয় হানা।
ঘর-বাড়ি সব করলো ছাড়া
               আমরা নিঃস্ব হারা।


মুখ খানি জ্বলে পুড়ে
               কালো আঁধার ছাই।
এই দেশ করবো আজাদ
                স্বাধীন নিশান চাই।


আর হবেনা গোলাগুলি
             থাকবে না আর ভন্ড।
আর হবেনা এমন কর্ম
        জ্বলবেনা আর অগ্নিপিন্ড।


                                "সর্বস্বত্ব সংরক্ষিত"
                                     এস.এস.সি