তুলি দুই হাত
               করি মুনাজাত,
মদদ চাই তোমারি কাছে
                তুমি তো দয়াবান,
হে রহীম-রহমান।


রোজ-হাশরের বিচার দিনে
                  জিঞ্জির পরাইওনা মোর ঘাড়ে,
আমি যে তোমার সাহয্য চাই
                             এই ক্ষুদ্র জীবনের তরে,
তোমারি ধরণী,আসমান
হে রহীম-রহমান।


তুমি যে নিদ্রাহীন,
দয়ার অসীম
তোমারি পথে চালাও চিরদিন
হে রহীম-রহমান।

চিরে তোমারি হয়ে থাকি
                         এই কামনা যাচি,
ফিরাইওনা দুটি হাত
                        তুমিতো অন্তর্যামী।
মোদের শকতি কি কর্ম
              তুমি যে শ্রেষ্ঠ শক্তিমান
হে রহীম-রহমান।


যত বাধা আসুক মোর কাছে
তোমারি নামটি স্মরণ করি,
               কেটে যায় মনের ব্যথা
প্রানটা যায় ভরি।
তুমি তো পাও মোর সম্মান
                    হে রহীম-রহমান।


তুমি এমন একটি পথ গো বলি,
যে পথে তোমার প্রিয়জন গেছে চলি।
         দেও এমন বিধান,
          হে রহীম-রহমান।



                                   "সংক্ষেপিত"
                                     এস.এস.সি


কথাগুলো বুঝে নিই।
প্রার্থনা----আবেদন।আমাদের জীবন সহজ ও সুন্দর হোক-সৃষ্টকর্তার কাছে এই প্রার্থনা করি।

অন্তর্যামী----সৃষ্টিকর্তা আমাদের মনের সব কথা জানেন।এই জন্য তাঁকে অন্তর্যামী বলা হয়েছে।

মোদের শকতি কি কর্ম----সৃষ্টিকর্তা সর্বশক্তিমান।তাই তাঁর কাছে আমরা শক্তি ও সাহস প্রার্থনা করি।('শকতি' পড়তে হবে---শকোতি।শক্তি বা শোক্তি উচ্চারণ করলে ছন্দে ভূল হবে।সে জন্যেই 'শক্তি' না লিখে 'শকতি' লিখা হয়েছে)।