বাঘ মামা
      কোথায় যাও?
কি জন্যে
        চুপটি চাও?

যাবে কোথায়
           বলে যাও?
কিসের লাগ্যে?
     হরিণ ভাগ্যে।
একটু আমায়
        বলে যাও?

যাবে কোথায়
      পাহাড় চূড়ে।
নামবে এবার
    আকার জুড়ে।
প্রাণ আমার,
       ভিক্ষা দাও?

বাঘ বলে
     হালুম হালুম।
ভিক্ষা আমি
     দিলুম দিলুম,
শর্ত আছে
           কী,শর্তে?
নামতে হবে
        গুহার গর্তে।

ওরে বাবা,
        ভয় জাগ্যে।
মরতে হবে
     কথার জন্যে।

আমার মনে
         জাগে ভয়।
কখন যে
        মরতে হয়।

মামু তুমি
     ছাড় আমায়?
তোমার সাথে
     করবো জয়।

এই বলে
          ঘাঢ়ে উঠি।
কান ধরি
          শক্ত করি।
গুহায় আমি
       তাকে ফেলি।

কি,মজা
            কি,মজা,
বুঝ এবার
      জ্ঞনের সাজা।
জানি এবার
         যাবে মারা।