আমি ভালবাসি
            আমার দেশের পতাকা।
আমি অব্যাহত চাই
                    দেশের স্বাধীনতা।


মণিমাণিক্যে গড়া
               আমার স্বদেশের মাটি।
শহীদ-গাজীর রক্তের বন্যায়
              দেশ হল খাঁটি।

তুমি কি নও বাংলাদেশী
                           হে অবিশ্বাসী?
দু'বেলা দু'মুঠো অন্ন
                   মিলাতে পারনি তবু ঋনী।

তুমি কি ভালবাস
                আমার দেশের বালুচর?
সেথায় আছে নদী-মাতৃক
                              জমি উর্বর।


মায়ার আঁচল ভরা
                     স্বর্ণের বাংলাদেশ।
অলস কাবু নেইকো হেথা
                      নানান কাজে বেশ।

অনুনয় চাই তবু
                 বিধি তোমার কাছে।
শহীদ সৃস্মীর মাঝে যেন
                  সবাই বেঁচে থাকে।