শিশির ভেজা ঘাসের উপর
একলা বসে থাকি -
                  নিরব-নির্জনে ভাবি ।
শুধু চাই হাত খানি
কমল মুখের হাসি -
                  একটু সুবাস কণি ।


আমি চাই তোর ভিতর
ডুবে মরি গভীর অনুরাগে -
                        একটু ছোঁয়া দিয়ে ।
উষ্ণতার আলো খুজি
গহীন মনের আঁধারে
                     একটু বাসভাল মোরে ।


তোর অপেক্ষায় থাকি
                    বুঝি , ভূলে গেলি আ'রে -
তোর জন্য জ্বলি আমি
                  ভেজা জ্যোৎনার অনলে ।


কি যে মায়ার আচঁল দিয়ে
জড়ালে ভালবার রং -
                      একটু ক্ষনিকের তরে  ।
বিষ ভরা সাপের মত
ছোবল দিয়ে আমায়
                       ফেলে গেলি ভবে ।

কি বা প্রেমের ব্যাথা
                বুঝিনি ও কবে ।
কেমনে ফেলে দিলি হাত
                 কী করে রবে ?