প্রিয় পাঠক-পাঠিকা ও এডমিন বন্ধুগন প্রথমে আমার সালাম নিবেন । আশা করি সবাই ভাল আছেন । একটি বিশাল সমস্যার কারণে আমার "সঠিক পথ দেখাও"এই বাক্যটি লেখা । আমি যখন বাংলা-কবিতায় যুক্ত হই তখন আমি বুঝতাম না , কবিতা কোন জায়গায় প্রকাশ করতো হয় । কবিতার আসরে প্রকাশ করে ? না আলোচনা সভায় প্রকাশ করে ?
তাই আমি প্রথম কয়টি কবিতা দুই জায়গায় প্রকাশ করতাম । তাই খুব ভাল লাগতো । তারপর Online এ ঘুরার পরে দেখলাম সবাই , "কবিতার আসরে কবিতা প্রাকাশ করে এবং আলোচনা সভায় বিভিন্ন লেখা প্রকাশ করে " তখন আমি ভাল করে চোখ মেলে দেখলাম । দুইটি কবিতা "ব্যানকৃত" লেখায় চালে গেছে !
তাই এডমিনের প্রতি আমার দৃষ্টি আকর্ষন এই জন্য যে আমার এই "ব্যানকৃত" লেখা আমি কি ভাবে মুছবো ?
তা জানাবার জন্য ।
দয়া করে কমেন্স এর বাক্সে জানাবেন ।
এই আশা নিয়ে আমার সংক্ষিপ্ত
আলোচনা শেষ করছি ।