রক্তের মেলা
করিও না খেলা ।
শাসন হল বেলা
রক্তের সাগরে ভেলা ।
১৯৭১ সাল
অজস্র রক্তের কাল ।
স্বাধীন নৌকার পাল
এই একাত্তরের সাল ।
তুমি মোর গৌরব
তুমি মোর বাসনা ।
তুমি মোর প্রান ।
তুমি ই দেশের মান ।
অনেক কাহিনী
মীর জাফরের বাহিনী ।
ধ্বংস তবুও কমে নি
স্বধীর ছাড়া মানে নি ।
আয় খোকা আয়
একাই চলে আয় ।
ডাক দিয়েছে শেখ
দলিল টুকু লেখ ।
১৫ ই আগস্ট
জাতির জনক ।
কেড়ে নিলো প্রান
স্বাধীন হল স্থান ।
অমৃত দেহ খানি
কোঠি বক্তের বানী ।
রেখেছ মোর ধারে
সালাম করি বারে বারে ।
১৫ ই আগস্ট
জাতির জনক ।
কেড়ে নিলো প্রান
স্বাধীন হল স্থান ।