নদী তুমি পার করে নাও
ভয়ংকর তোমার তরঙ্গ ।
তিলে তিলে কেঁপে ওঠে
করবো আমি জঙ্গ ।
উদাস আঁধারে
নদীর ও তীরে ।
বসে থাকি একলা
আঁকি আমি নীরে ।
নীলাম্বরী মাছের মাঝে
স্পষ্ট আহার হাড় ।
হাত দিয়ে তারে নয় তো ধরি
যেন শুধুই মাড় ।
চেতনার করিডরে আঁকি
তোমায় নিয়ে ।
আঁড়াল করবো না কখনো
কোটি মানুষের ভীরে ।