রক্তে কিনা বাংলা আমার
লাখো শহীদের দান ।
তবুও কেন বন্দু তোমার
বিদেশের প্রতি টান ।
নয়টি মাস কষ্ট করে ,
রক্তের বন্যায় ভেসে চলে ।
চোখের জলে কাঁধ ভাসিয়ে
স্বধীন হল এই স্থান ।
তবুও কেন বন্দু তোমার
বিদেশের প্রতি টান ।
রাত্রে-দিনে অজর পানি
শেষ হয়ে যায় অশ্রু খানি ।
কমল মুখে মায়ের হাসি
সাগর সেঁচে হল স্নান।
তবুও কেন বন্দু তোমার
বিদেশের প্রতি টান