সকাল বেলায় লাঙল নিয়ে
                      যায় প্রান্তরে চাষী ।
সারা দিন কষ্ট করেও
                      তাহার মুখে হাসি ।

নিজের দেশ , নিজের ক্যাশ
                    নেইতো কোন জ্বালা ।
অন্ন জোগার করেও তারা
                      গাঁথছে সুখের মালা ।

ঝুমুর-ঝুমুর মেঘের কোলে
                     কাঁশফুলেরা মুগ্ধ হাসে---
কৃষক-মাঝি বাজায় দেখ
                       আপন সুরের বিন ।
এর মাঝেও স্বপ্ন খুজে
                আপন ভেগে বইঠা হতে---
সুরের মাঝে তাল মিলিয়ে
                       মনটা করে বিলিন ।


সুন্দর আমার গ্রাম্য হাসি
                  বাজাই আমি মধুর বাঁশি ।
সব কিছুতে মন যে কাড়ি
                        তবুও তোমায় ভালবাসি ।

আমার প্রিয় বাংলাদেশ ,
আমি তোমায় ভালবাসি ।