মেঘ বহনে বার্তা এলো
বৃষ্টি মেয়ের কানে,
নিঝুম রাতে ঘুম আসেনা
ঝিঁ ঝিঁ পোকার গানে।

ঝুমুর ঝুমুর মেঘের কোলে
বাজলো মধুর সূর,
বন্ধুর বাড়ী বৃষ্টি ঘেরা
খানিক বহু দূর।

বিন্দু জলের নোলক নাকে
মেঘ বালিকা নাচে,
টাপুর টুপুর জল স্রোতে
যায় ভেসে ভেসে।

মেধেনী কেঁপে উঠলো যেন
আতস বাজির মেলা,
মেঘ বালিকা তা-থৈ সাঁজে
কেটে যায় যে বেলা।