তো আলোপোকার যূথবদ্ধ  আগুনঝাঁপ দিয়েই শুরু
দেওয়ালিমঞ্চ...
যে কোনো মুহুর্ত্তে  
অরফিয়াসের বাঁশিতে জ্বলে উঠবে
পৃথিবীর সবকটা সরু দরজার ক্যাসল... মোহময়ী
মায়া ও মোড়কের  ম'তে  ঢেকে যাবে প্রপঞ্চ নগরী
যেভাবে  রঙ্গোলীর ফাঁকগুলো প্রদীপে ভরিয়ে দিতে উচ্ছ্বল শ্যামাঙ্গী
আমি -আমরা-ওরা এই ফাঁকগুলোও
তেমনি ভরিয়ে  দেবে  উৎসবের স্পর্শকাতরতা
আশা রাখে স্বজনপ্রিয় মানুষ।

................................................