১)
ভীষণ বর্ষা,ভীষণ গরম চোখ ছোঁয় সর্বাগ্রে, নাকের ডগার তিল
ঝাপসা দেখাই স্বাভাবিক।
শুভ নাকি অশুভ-
সংকেত গুলিয়ে যায়,  ভেতরটাও …
সেই ঝাঁঝরা বুক কবে থেকে অশ্বিনী রাত জাগে
ছিটেবেড়ার বাইরে জন্মানো শ্যাওলার জন্য রোদজল অফুরান…
হাতে লেগেছে কয়লাকুচি
আকাশছোঁয়া জমির দাম!

আঙুলের গণনায় বাঁচে শুধু রামনাম।


২)
দেউটি জ্বলে লাল চাঁদের
পড়ন্ত ভাদ্রের সোয়া কাঠি দুরত্বে শরতের সামিয়ানা

ঘুমভাঙা শিকগুলো
শক্ত হয়ে নেই আর- এটুকুই ধরতাই
চুমকুড়ি দিতে আসা বৃষ্টিকণা লেগে গাল ভিজে যায়
ভাবি
এই  ভাদ্রও তোমার দখলেই গেল,শরৎও যাবে
রাতজাগা তারই হয়রানি
স্পষ্ট হয় সব
দূরে ঘড়ির ঢং শব্দে বেজে উঠল-জিরো আওয়ার।