১
এতটাকাল পৌরাণিক নক্ষত্রের নীচে আনুগত্যে স্থবির হয়েছে
রন্ধ্রে ভরা ঢিবি
উইয়ের তামাশা দেখতে দেখতে…
অথচ মানুষ কত সহজে ঘর ভাঙে,সম্পর্ক ভাঙে।
সে যদি জানত…!
২
যে বিন্দুতে এসে কাঁটা ঘুরিয়ে জোর খাটাই
তাতেই ড্রইংয়ের খাতা ফুটো হয়ে যায়।
জোর করে জি হুজুরি
ভালোবাসার দাবীতে যার উপরেই জোর খাটাবে
সেই-ই আগে ছেড়ে যাবে...।