ঐকান্তিক অর্থে গাঢ় প্রচেষ্টা,
ভগ্ন ও সাদা
রোমাঞ্চকর বাড়িগুলো, জুমচাষের দেওয়ালে
দূরে দূরে থাকার মধ্যেও একপ্রকারের নৈকট্য।
চোখে চোখে কথা হয়,তীক্ষ্ণ বাঁশবাগান। কথা হয়, নিচুস্বরে
ফুল্ল কুসুমিত হয়ে ওঠা
একান্তযাপনের কথা
একখন্ড আশাবাদ নিয়ে
হলুদ হার্ভেষ্ট আলোয়
রুয়ে দেয় বর্ষার জমিন
রবিফসলের