খরার দরুণ
প্রচন্ড উৎসাহে
ভেঙে পড়ছে
বর্ষাকাল আর যা কিছু
কাগজের নৌকা কাত হতে হতে হয়ে যাওয়ার আগে
দাঁড়িয়ে যায় শেষবার নুড়িজলে...
অস্বীকার মানবে না জানি।
তোমার যা খেলা আমারও তাই
ভেসে যাওয়ার অধিক
যমুনা উজানে।