দেখি আর ভাবি- বড়ির ডৌলগুলো
পাঁচমিশেলি সব্জিতে গেলে
ভেঙে না যায় ভঙ্গুরতার দায়ে
ব্যক্তিগত অপরাধের তালিকায়
ভগ্নদোষ আছে জানি
কত ভাঙা
আধমরা করে রেখেছে জীবন
ছিপি খুলতে গিয়ে
ওষুধের শিশি ভাঙা কত
রোগমুক্তি অধরাই থেকে গেছে জীবনভর
এবং আমরা
ধ্বংসকরুণ এক প্রজাতি
তালা না ভাঙলে জানতেও পারি না
চাবিটি নিখোঁজ হওয়ার গুঢ় রহস্য...