প্রকৃতই সন্ধ্যারাতে
গৃহস্থের আলো জ্বলে,
কাঁসর-ঘন্টা বেজে উঠলেই
তিমিরবিনাশ করতে ছুটেছে একটা জোনাকি,একা
একামনের মত...
শুধু অযথার যাপনই যদি জীবন হত
অবান্তর কথাগুলি শখের নূর
অথবা একটি ক্ষমা, রুখে দিত চিলেকোঠার আত্মহত্যা
বন্ধ মনের বাতিল ও গুমরাহ্
সব ভেসে যেত যদি
একদিন সব
জলঙ্গীর জলোচ্ছ্বাসে ...